সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে কৃষকদের জীবিকা আজ হুমকির মুখে। গ্রামের পাশের খালের মুখে প্রভাবশালীদের বাঁধ ও কালভার্ট বন্ধ করে দেয়ায় জমে থাকা বৃষ্টির পানি নামতে পারছে না।

এতে স্থায়ী জলাবদ্ধতায় ডুবে গেছে শতাধিক কৃষকের শত বিঘা জমি- নষ্ট হয়েছে সবজি ক্ষেত, আমনের বীজতলা ও সদ্য রোপণ করা ধান।

ষাটোর্ধ্ব কৃষক আব্দুল জলিলের মতো অনেকেই এ দুর্দশায় পড়েছেন। চার দশক ধরে ধান ও নানা ফসল ফলিয়ে সংসার চালালেও গত দুই বছর ধরে তার জমিতে জন্মাচ্ছে শুধু পানি, ফসল নয়। জমি ছাড়া আয়ের অন্য কোনো পথ না থাকায় অসহায় হয়ে পড়েছেন তারা। স্থানীয়রা অভিযোগ করেন, কয়েকজন প্রভাবশালী মাছের খামার গড়তে কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন, আর এতে বছরের পর বছর কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের দাবি- দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতির হিসাব থামবে না, হারিয়ে যাবে তাদের একমাত্র জীবিকার ভরসা।