ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহ দিতে ডিমলায় বিনামূল্যে হাইব্রিড ও উচ্চফলনশীল উফশী ফসলের বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আগ্রহী ও তালিকাভুক্ত কৃষকরা লাইনে দাঁড়িয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উপকরণ সংগ্রহ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এবং রবি মৌসুমে বাম্পার ফলনের লক্ষ্যেই প্রতি বছর সরকারের এই সহায়তা দেয়া হয়। কৃষি প্রধান এই অঞ্চলে উন্নত জাতের বীজ বিতরণ উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় কৃষকেরা জানান, সরকারের এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে মানসম্মত বীজ পেয়ে তারা আস্থার সঙ্গে মৌসুমি চাষাবাদ শুরু করতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আরও উপস্থিত ছিলেন, কি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।