পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর-২৫) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক ভাবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমূখী (উফসী ও হাইব্রিড) পেয়াজ,মসুর,মুগ,সয়াবিন, খেসারী ও অড়হর ফসল আবাদে কৃষকদের উৎসাহিত এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “কৃষি প্রণোদনা কর্মসূচি”র আওতায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ২৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।