ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে অনেক কৃষকের। এতে আধাপাকা আমন ধান ক্ষতির আশঙ্কায় পড়েছে কৃষক। হেলেপড়া ধান ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার আশায় আটিঁ বেঁধে দাড় করার চেষ্টা করছেন এখন কৃষক। তবে কৃষি অফিস জানিয়েছেন উপজেলার ৫ হেক্টর জমির আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের নিচু জমির আমন ধানের ক্ষেত গুলো হেলে পড়েছে। এর মধ্যে আধা পাকা আমন ধান রয়েছে অনেক কৃষকের। পানির নিচে পড়েছে ডোবার জমির ক্ষেত। নষ্ট ক্ষেতের অনেক ধান গাছ বাধ্য হয়ে কেটে গরু-ছাগলের খাওয়াচ্ছে চাষাবাদকারীরা। এতে ক্ষতি মুখে পড়েছে অনেক কৃষক। অথচ কয়েকদিন পার হলে ঘরে উঠাতে পারত সোনালি ক্ষেতের ফসল। সেই স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়েছে এ অঞ্চলের কুষকের।
উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের কৃষক মোসলেম উদ্দিন ও কুরু ষাফেরুষা এলাকার কৃষক ধীরেন্দ্র নাথ রায়, ঝড়ো হাওয়ার কারণে আমাদের প্রত্যেকের এক থেকে দেড় বিঘার জমির ধান হেলে পড়েছে। শুধু আমাদের নয় ,অনেক কৃষকের কাঁচা ধান হেলে পড়েছে। চোখের সামনে ক্ষেত গুলো নষ্ট হওয়া উপক্রম হয়েছে। বাধ্য হয়ে আটিঁ বেঁধে দাড় করার চেষ্টা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, এ বছর উপজেলায় কৃষকরা ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করেছে। এর মধ্যে ৫ হেক্টর জমিতে আমন ধান ঝড়ো হাওয়ায হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে হেলে পড়া ধানের গাছগুলো তুলে আঁটি বেঁধে দেয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।