মোঃ জামিল হোসেন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ঢাকায় আইটি ফার্মের ব্যবসার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গড়ে তুলেছেন একটি গরুর খামার । প্রকৌশলী আফসার উজ্জামান সুমন এখন একজন সফল খামারি। তিনি ভোলাহাট উপজেলার ইমামনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

জানা গেছে তিনি ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করেন। সুমন ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করলেও তার গ্রামে জামান এগ্রো ফার্ম নামে বিশাল একটি গরুর খামার গড়ে তুলেছেন।

যেখানে তার এই খামারে সর্বোচ্চ ৭৫টি গরুর থাকলেও বর্তমানে ছোট বড় ৬০টি গরু রয়েছে। যেখানে বর্তমানে দিনে গড়ে প্রায় ২০০ কেজি দুধ পান তিনি। গরুর পাশাপাশি দুইটি বিশাল আকৃতির টিনশেড দিয়ে ডিম উৎপাদনের জন্য মুরগির খামার করছেন। সেখানে বেশ কয়েকজাতের বিদেশি মুরগির মাধ্যমে খামার গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি ।

জামান এগ্রো ফার্মের পরিচালক বলেন, আমি দেশের আমিষের ঘাটতি পূরণে এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে আমার এই উদ্যোগ।

তিনি আরও বলেন, আমি সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা পেলে আমি আমার এই ফার্মকে আরও উন্নত শিখরে পৌঁছাতে পারবো।

তিনি জানান আমার এই ফার্মে তরল দুধকে প্যাকেটজাত করে থাকি এবং তা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করি। তার খামারে ৭ টি গাভী গরু দিয়ে শুরু করে বর্তমানে ৭০টি পর্যন্ত নিয়ে গেছেন বলে প্রতিবেদককে জানান তিনি। তার খামারে বর্তমানে ৯ জন কর্মচারী কর্মরত আছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহজালাল বলেন, জামান এগ্রোফার্মের স্বত্বাধিকারী তার ফার্মে একবার যাওয়া হয়েছে তার মাধ্যমে ৯ জন লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে।পাশাপাশি দেশের প্রাণীজারনিস মাংস, দুধ, ও ডিমের ভোলাহাটের মোটামুটি জোগানদার তাকে সাধুবাদ জানায়। প্রাণীসম্পদ অধিদপ্তর সবসময় তার পাশে আছে।

তিনি উদ্যোক্তা হিসেবে খামারের ব্যাংক ঋণের ব্যাপারে আবেদন করেন আর ব্যাংক যদি যোগাযোগ করে তাকে সহযোগিতা করবো।