বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর মাধ্যমে বাস্তবায়নাধীন ‘‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকৌশলী ও কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রধান দপ্তরে পাবনাস্থ সেচভবনে গত ৪ মে ২০২৫ তারিখ হতে শুরু করে ০৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত ইজিপি/পিপিআর দক্ষতা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ওপর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে উক্ত প্রকল্পের পরিচালক মাহমুদ হাসান খান জানান যে, ১৯৯৮ সাল হতে অদ্যাবধি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে এই অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে প্রকল্পটির রয়েছে ঐতিহাসিক ভিত্তি। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিবসে ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়ে চেয়ারম্যান বিএডিসি মোঃ রুহুল আমিন খান (গ্রেড-১) জানান যে, বিএডিসি নিয়মিতভাবে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএডিসি একটি কৃষকবান্ধব প্রতিষ্ঠান।
পানাসি প্রকল্পের প্রসঙ্গে চেয়ারম্যান বলেন যে, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের মধ্যে এটি একটি অন্যতম তাৎপর্যপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা উপকৃত হয়েছে। সকল ধরণের অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে বিএডিসি’র কার্যক্রমকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি উদাত্ত আহ্বান জানান। প্রেসবিজ্ঞপ্তি।