সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান উফশী বীজ ও সার এবং বোরো ধান হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
কৃষি
সিংড়ায় ২ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ
নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান উফশী বীজ ও সার এবং বোরো ধান হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।