গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের নেতৃত্বে উদ্ভাবিত হলো নতুন সুগন্ধিযুক্ত ও জিঙ্কসমৃদ্ধ ধানজাত ‘জিএইউ ধান-৩। বিশিষ্ট প্রজননবিদ অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর নেতৃত্বে দীর্ঘ ৪ বছরের গবেষণায় এটি উদ্ভাবিত হয় এবং ২০ এপ্রিল ২০২৫ তারিখে জাতীয় বীজ বোর্ড এর অনুমোদন দেয়।

বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের পর এটিই প্রথম নিবন্ধিত জাত, যা গাকৃবির গবেষণার নতুন মাইলফলক। দানা চিকন, লম্বা, উচ্চফলনশীল ও খড় উৎপাদনক্ষম এই জাতটি রোগ প্রতিরোধী ও জলবায়ু সহনশীল। এতে রয়েছে জিঙ্ক, লৌহ এবং ২৬% অ্যামাইলেজ, যা শরীরে শক্তি ও হজমে সহায়ক এবং বিশেষত শিশু ও গর্ভবতী নারীর জন্য উপযোগী।

অধ্যাপক ড. আইভী বলেন, “জিএইউ ধান-৩ কেবল একটি নতুন জাত নয়, এটি পুষ্টি ও কৃষকের আর্থিক উন্নয়নের মাঝে একটি শক্ত সেতুবন্ধন। এটি দেশের পুষ্টিনির্ভর কৃষি বিপ্লবের সূচনা ঘটাবে।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ জাত আমাদের কৃষি গবেষণার গৌরবময় প্রতীক, ভবিষ্যতের খাদ্যনিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এর মাধ্যমে গাকৃবির উদ্ভাবিত জাতের সংখ্যা দাঁড়াল ৯০টিতে। এর আগে ড. আইভী ১৩টি সফল জাত উদ্ভাবন করেছেন, যার মধ্যে রয়েছে লাল ও হলুদ পেঁপে, ধান, টমেটো, লাউ ও মটরশুঁটির জাত।