মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে এবারের মৌসুমে মূলার ফলন বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কৃষকরা জানিয়েছেন, আবহাওয়ার অনুকূল পরিস্থিতি এবং আধুনিক চাষপ্রণালি অনুসরণের ফলে আগের বছরের তুলনায় উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কৃষক আতাউর রহমান সরকার বলেন, “আমরা আশা করছি, এই বাম্পার ফলন আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। মূলার বাজারমূল্যও সন্তোষজনক থাকায় কৃষকরা লাভবান হবেন ইনশাআল্লাহ।”
মতলব উত্তর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, মূলার এই বিপুল উৎপাদন শুধু স্থানীয় বাজারে সরবরাহ করা হবে না, দেশের অন্যান্য অঞ্চলেও পাঠানো হবে। ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।