সাদেক আহম্মদ স্বপন করিমগঞ্জ, কিশোরগঞ্জ : করিমগঞ্জ উপজেলায় সর্বত্রই ভুট্টা চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মৌসমে এ উপজেলায় গুজাদিয়া, কাদিরজঙ্গল, দেহুন্দা, বারঘরিয়া, নিয়ামতপুর, সুতারপাড়া, গুনধর, জয়কা, নোয়াবাদ, জাফরাবাদ, কিরাটন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভুট্টা চাষ হয়েছে। করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া, রামনগর, কলাতুলী, আয়লা, বিদ্যানগর, বাহাদুরপুর এলাকায় ভুট্টা চাষ হয়েছে। সুতারপাড়া ও জাফরাবাদ ইউনিয়ন সবচেয়ে বেশি চাষ হয়েছে। ভুট্টা চাষে অন্য ফসলে চেয়ে অধিক লাভ হওয়ায় চাষিরা এ দিকে ঝুকেছেন। দেশে প্রাণীর খাদ্য হিসাবে ভুট্টার চাহিদা দিন দিন বেড়েই চলছে। ফলে চাষিরা অন্য শস্য চেয়ে সহজে ভুট্টা বেশি উৎপাদন করতে পারে। বাজারেও মাড়াই মৌসমে ভালো দাম পাওয়ায় যায়। তাই এ এলাকার চাষিরা অন্যান্য ফসলে চেয়ে ভুট্টা চাষে গুরুত্ব দিচ্ছে। এ চলতি মৌসমে ভুট্টার বাম্পার ফলন পাওয়া যাবে বলে ধারণা করছেন চাষিরা। এ এলাকায় এন এইচ ৭৭২০, প্রেসিডেন্ট, মেজর নামক ভুট্টার বেশি চাষ হয়েছে। আশুতিয়াপাড়া গ্রামের ভুট্টা চাষি আমিন মোঃ জসিম উদ্দিন জানান-আমি বিগত কয়ক মৌসুম ধরেই ভুট্টা চাষ করে আসছি।ধান চাষে চেয়ে ভুট্টা অধিক লাভ। এরার আমি ৫০ শতক জমিতে ভুট্টা চাষ করেছি। এ চলতি মৌসমে ভালো ফলন পাবো বলে আশা করছি। রামনগর গ্রামের, চাষি আল আমিন জানান- আমি এবার সিনজেন্টা কোম্পানির এন এইচ ৭৭২০ জাতের ভুট্টা এক একরের বেশি জমিতে চাষ করেছি। আমার ক্ষেতে ফলন ভালো এসেছে। আশা করছি, একরে শতাধিক মন ফলন পাওয়া যাবে। বাহাদুরপুর গ্রামের চাষি করিমগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন জানান- আমি এক বিঘা জমিতে এ মৌসমে ভুট্টা চাষ করেছি। ভুট্টা চাষ অন্য ফসলে চেয়ে লাভ জনক। এবার ভালো ফলন পেলে আগামী মৌসমে বেশি জমিতে চাষ করবো।করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোকশেদুল হক জানান- চলতি রবি মৌসমে করিমগঞ্জ উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ৩শ৫০ হেক্টর জমিতে। এবার চাষ হয়েছে ৩শ৫৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়েও অধিক চাষ হয়েছে।ফলনও আশানুরূপ হয়েছে। চলতি মৌসমে ঝড়-বাতাস না হওয়ায় ক্ষতি কোন আশংকায় নেই। চাষিরা তাদের কাক্সিক্ষত ফলন ঘরে তুলতে পারবে।
কৃষি
করিমগঞ্জে ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠছে
করিমগঞ্জ উপজেলায় সর্বত্রই ভুট্টা চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। চলতি মৌসমে এ উপজেলায় গুজাদিয়া,
Printed Edition
