সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গত ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এই কর্মসূচির আওতায় উপজেলার ২৮ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ২০ কেজি সার ও ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, উমায়েদ নূরসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস এবং খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা উৎসাহিত হয়ে অধিক জমিতে বোরো ধান চাষে আগ্রহী হবেন।
কৃষি কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিক কৃষকদের তালিকা তৈরি করে ন্যায্যভাবে এ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে, যাতে প্রকৃত কৃষকরাই এর সুফল পান।