DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

কৃষি

চৌগাছায় কৃষি প্রণোদনা বিতরণ

যশোরের চৌগাছায় ২৭০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

যশোরের চৌগাছায় ২৭০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ। উপজেলার বিভিন্ন গ্রামের প্রণোদনা প্রাপ্ত কৃষকরা এসময় উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, ১০০ জন কৃষকের প্রত্যেককে ৫কেজি মুগ বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার এবং ১৭০ জন কৃষকের প্রত্যেককে ১কেজি করে তিল বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।