কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টা চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। অনুকুল আবহাওয়া থাকায় ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে অভিজ্ঞ মহলগণ ধারণা করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর কাজিপুর উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকায় ৯৩৬৯ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার ৯৮১৩ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ করা হয়েছে। গত বছর ভুট্টা চাষ করা হয়েছিল ৯৩৭০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর ৪৪৩ হেক্টর জমিতে ভুট্টা চাষ বেশি হয়েছে। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন বেশি ও দামও বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃষকদের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও। প্রতিদিন কৃষকদের কৃষিকাজের জন্য নানারকম পরামর্শ দিচ্ছেন তারা। কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া, পাঁচগাছি, ছালাল, নাটুয়ারপাড়া, পানাগাড়ি, মাজনাবাড়ি, চরনাটিপাড়া, চরছিন্না, গান্ধাইল, কালিকাপুর, পশ্চিম খুকশিয়া এসব গ্রামগুলোতে ভুট্টা চাষ বেশি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।