বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘‘ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস ভ্যারাইটিজ ফর হাওড় এরিয়াস্ অফ বাংলাদেশ (এসডিসিটিআর)’’ প্রকল্পের সমাপনী কর্মশালা। ব্রির ট্রেনিং কমপ্লেক্সের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ব্রি, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক, ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন ব্রির পরিচালক (গবেষণা), ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেজিএফ-এর নির্বাহী পরিচালক, ড. নাথুরাম সরকার, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা), ড. মুন্নুজান খানম এবং কেজিএফ-এর পরিচালক (ক্রপস এন্ড ন্যাচারাল রিসোর্স), ড. মো. আক্কাস আলী। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ড. হোমনাথ ভান্ডারী, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইরি-বাংলাদেশ।
স্বাগত বক্তব্য রাখেন ইরির প্রজেক্ট লীড ও রাইস ব্রিডার, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট লীড (ব্রি অংশ) ও ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. পার্থ সারথী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান, ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। এই প্রকল্পের মাধ্যমে হাওড় অঞ্চলের কৃষকদের জন্য স্বল্পমেয়াদি ও শীতসহনশীল ধানের নতুন জাত উদ্ভাবন ও সম্প্রসারণের পথ সুগম হবে বলে কর্মশালায় জানানো হয়। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা জোরদারে এ গবেষণার তাৎপর্য বিশেষভাবে উল্লেখ করা হয়।