বটিয়াঘাটা সংবাদদাতা : চাচিবুনিয়া মোড়ে সূর্যমুখী চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সাচিবুনিয়া-চক্রাখালী সূর্যমূখী ভিলেজের কৃষকদের সাথে মতবিনিময় সভা সোমবার বিকাল ৫ টায় চক্রাখালী বাজারে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটা খুলনা কর্তৃক আয়োজিত রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, খানা অঞ্চল খুলনা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা।

বিশেষ অতিথি- কৃষিবিদ আব্দুর রহিম পরিচালক উদ্ভিদ সংগনিরোধ উইং খামার বাড়ী ঢাকা, কৃষিবিদ নজরুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা, নূরে আলম সিদ্দিকী উপ-পরিচালক বালাইনাশক, শেখ ফজলুল হক মনি পিডি খুলনা, আলোকিত অতিথি কাজী এনায়েত উল্লাহ সাবেক অতিরিক্ত পরিচালক প্রশাসন অর্থ,জীবানন্দ রায়, আঃ হাই, অঞ্জন কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কর্মকর্তা বটিয়াঘাটা খুলনা সহ এলাকার কৃষক কৃষাণী।