মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীকে শারীরিকভাবে লাঞ্চিত কারীদের গ্রেফতারের দাবিতে কলমবিরতি পালন করেছে মুক্তাগাছা কৃষি অফিস। মুক্তাগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত এই কলম বিরতি পালন করা হয়।
বিসিএস (কৃষি) এসোসিয়েশনের আয়োজনে কলমবিরতি কার্যক্রমে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিলমিন জাহান ইলমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার প্রীতি, আবু রায়হান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইসমাইল হোসেনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।