কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: কাজিপুরে ইরি-বোরো চাষে খরচ বেড়েছে। ডিজেল, সার, বীজ, চারা, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে। ২০২৩-২০২৪ অর্থ বছরে চাষ হয়েছিল ১৩০৮০ হেক্টর জমিতে। ২০২২-২০২৩ অর্থ বছরে চাষ হয়েছিল ১৩২১০ হেক্টর জমিতে। এসব জমিতে ব্রি ধান-২৯, ব্রি ধান-৫৮, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৯, ব্রি ধান-৯২ জাতের ধান চাষ করা হয়। নতুন করে পরীক্ষামূলক

কিছু জমিতে ব্রি ধান-১০০ ও ব্রি ধান-১০২ চাষ করা হয়েছে। এ বছর খরচ বাড়ার কারণে এ উপজেলার কৃষকরা অন্য ফসল চাষের দিকে বেশি ঝুঁকেছেন। এদিকে শ্রমিকের মজুরিও বেড়েছে। পাশাপাশি কীটনাশক, বীজ, সার ও ডিজেলের দাম বাড়ায় গত বছরের তুলনায় বিঘাপ্রতি দুই হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে বলে জানান কৃষকরা।

চর এলাকার শ্রীপুর গ্রামের কৃষক আনিসুর বলেন, ১০ বছর ধরে ইরি ধানের চাষ করি। গত বছর চার বিঘা জমিতে চাষ করেছিলাম। আর এ বছর ৩ বিঘা জমিতে চাষ করেছি। এ বছর খরচ একটু বেশি তাই একটু কমিয়ে দিয়েছি।