হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি ধান১০৩ জাতের শস্য কর্তন, মাঠ দিবস এবং কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সংরক্ষণ পাত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আয়োজিত মাঠ দিবসে কৃষকদের সামনে উচ্চফলনশীল ব্রি ধান১০৩ জাতের উৎপাদন সম্ভাবনা, চাষাবাদ কৌশল, রোগ-পোকা ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রযুক্তিগত দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, ব্রি ধান১০৩ একটি সম্ভাবনাময় আমন জাত, যার জীবনকাল ১২৮–১৩৩ দিন। কম সময়ে বেশি ফলন দেয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতটি বেশ সক্ষম। আগাম শস্য কাটার কারণে কৃষকরা সহজেই শীতকালীন সবজি আবাদ শুরু করতে পারবেন। এছাড়া জাতটিতে পোকামাকড় ও রোগের আক্রমণ তুলনামূলকভাবে কম হওয়ায় উৎপাদন খরচও কম পড়ে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, সীতাকুণ্ডের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন, এবং ব্রি আঞ্চলিক কার্যালয়, কক্সবাজারের প্রধান ড. মোঃ ফারুক হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলার কৃষি অফিসার মোঃ মেসবাহ উদ্দিন। একই কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়, যাতে তারা নিরাপদ, টেকসই ও আধুনিক উপায়ে বীজ সংরক্ষণ করতে পারেন। এতে স্থানীয় কৃষকদের ভবিষ্যৎ বীজ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে প্রকল্প কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন।
কর্মসূচি বাস্তবায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, সীতাকুণ্ড এবং মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী। স্থানীয় কৃষকদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।