সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: আসন্ন রোপা মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলার ৩০হাজার ৮৫হেক্টর জমিতে রোপা আমন চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভাসহ আমন উপসী জাতের ধান ২৭হাজার ৬শত ৮০ হেক্টর, হাইব্রিড জাতের ১২হাজার ৩শত ২হেক্টর এবং স্থানীয় ১হাজার ১শত ৩হেক্টর সহ ৩০হাজার ৮৫ হেক্টর জমিতে আমন চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। উল্লেখিত আমন চাষাবাদের জন্য ১হাজার ৮শত ৮০হেক্টর জমিতে বীজতলা তৈরী নির্ধারণ করা হয়েছে। এলাকার কৃষকরা এখন বীজতোলা তৈরিতে ব্যস্তসম কাটাচ্ছে।উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় প্রায় ৭০ভাগ জমিতে বীজতলা সম্পন্ন হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বীজতলার কাজ শেষ হবে বলে জানা যায়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল করিম বলেন -”এবার উপজেলায় বোরো চাষের পরিকল্পনা ছিল ২৬ হাজার হেক্টর। তা বাস্তবায়িত হয়েছে ২৬হাজার ২শত হেক্টর। উপজেলার সর্বত্রই বোরোর ফলন ভালো হয়েছে। ধানের বাজার ভালো হলে কৃষকদের ধান চাষে আরও আগ্রহ বাড়বে।