কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার গুনধর খয়রত হাওড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস, করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মুকশেদুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আজমীর রহমান আকাশ, উপসহকারী কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার (গুনধর) মঞ্জুরুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা নিজেদের সমস্যা তুলে ধরেন এবং কৃষিবিদরা অত্যন্ত সহজ সাবলীল উপস্থাপনে সমাধানে পথ দেখান।