গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরসহ সমগ্র বরেন্দ্র জনপদ এখন সবুজের উৎসবে মাতোয়ারা। যতদূর চোখ যায়, শুধু দুলতে থাকা আমন ধানের ক্ষেত। হালকা বাতাসে ঢেউ খেলে যায় সবুজ পাতায়, যেন প্রকৃতি নিজ হাতে তুলির আঁচড়ে এঁকে চলেছে এক অনুপম ছবি।গ্রামীণ পথ ধরে হাঁটলে ভেসে আসে ধানপাতার গন্ধ, মাটির ঘ্রাণ আর কৃষকের পরিশ্রমের সুর। এই মৌসুমেই বরেন্দ্র অঞ্চলের প্রাণ জেগে ওঠে—চাষিরা ঘামে ভেজা মুখে হাসে, কারণ তাদের জীবনের আশা, আমন ধান, এখন মাঠভরা সোনালি প্রতিশ্রুতি নিয়ে দুলছে।রোদে ঝলমল সকালে কৃষাণীরা মাথায় খুন্তি আর ঝুড়ি নিয়ে জমিতে কাজ করছে, কেউ নিড়ানী দিচ্ছে, কেউবা আগাছা তুলছে। দূর থেকে তাদের গান মিশে যায় বাতাসে—এ যেন এক জীবন্ত লোকসঙ্গীতের মঞ্চ।বরেন্দ্র অঞ্চলের এই উর্বর মাটিতে আমন ধান শুধু ফসল নয়—এ এক সংস্কৃতি, এক জীবনধারা। মাটির সন্তানরা জানে, ধানের এই শস্যসাগরই তাদের অস্তিত্বের প্রতীক।যখন বিকেলের আলো পড়ে মাঠজুড়ে, তখন ধানের পাতায় ঝিকিমিকি করে সোনার আভা। দূরে গাছের ছায়ায় বসে থাকা বয়স্ক কৃষক মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন নিজের সৃষ্টির দিকে। সেই দৃশ্য দেখে মনে হয় এই ধানক্ষেত যেন বাংলাদেশের হৃদয়, যেখানে মাটির ঘ্রাণে লুকিয়ে আছে জীবনের আনন্দ, পরিশ্রম আর আশা।বরেন্দ্র জনপদ এখন শুধুই কৃষির ক্ষেত নয়—এ এক জীবন্ত প্রাকৃতিক শিল্পকর্ম, যেখানে মানুষের শ্রম আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করেছে সবুজ স্বপ্নের দেশ।