বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কয়েক দফায় বৃষ্টিতে রোপা আমনের আধাপাকা ধানের গাছ নুয়ে পড়েছে। ধান পাকার আগে অতি বৃষ্টি ও বাতাসে ধান গাছ মাটিতে পড়ায় মৌসুমের রোপা আমন ধানের ফলন বিপর্যয়ে আশঙ্কায় কৃষক দিশেহারা।
জানা গেছে, এলাকায় পূর্বের রোপা-আমন ধান চাষ কমে যাওয়ায় এলাকায় আউশ উবশী ও হাইব্রিড ধানের চাষ বেড়েছে। ফলে আউশের পরিবর্তে এখন হাইব্রিড, দেশীয় ৭৫/৭৬, ৮৯, ৫৯, ৫২, ৯০ দেশী জাতের আমন চাষ হিসেবে ধরা হয়। ভরা মৌসুমের আগে বৈরী আবহাওয়ায় অফুলা ধান ও আধাপাকা ধান মাঠের পর মাঠ অপরিপক্ক ধান পড়ে গেছে। এতে করে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কায় লোকশান গুণতে শুরু করেছে কৃষক। বাগমারা অঞ্চলের কৃষকরা জানান, এ এলাকার লোক বছরে ২ বার ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন, তারা একটু লাভের আশায় বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছেন। গত ৫ বছরে উৎপাদন খরচ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। ধানের দাম আনুপাতিক হারে বাড়েনি। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মূল্য বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের ধানচাষের উৎপাদন খরচ জুটছে না। অপর দিকে বৈরি আবহাওয়ায় এবারে ধানের ক্ষতিতে কৃষকরা চরম হতাশায় পড়েছেন।
কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ বছর আগে আমন, বোরো এবং আউশের জন্য বিঘা প্রতি উৎপাদন খরচ ছিল যথাক্রমে ১০ হাজার থেকে ১১ হাজার টাকা। এখন উৎপাদন খরচ অনেক হারে বেড়েছে। বাড়ছেনা তুলনামূলকভাবে উৎপাদিত কৃষকের কষ্টের ফসল ধানের মূল্য। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরির সাথে দামের সমাঞ্জস্যতা না মিলায় আগামীতে ধান উৎপাদন কমতে পারে বলে অভিজ্ঞমহল মনে করছেন। বালানগর গ্রামের কৃষক আব্দুল মান্নান, জয়নাল আলী, আমিনুল ইসলাম সহ কয়েকজন জানান, ১ বিঘা জমিতে এবারে মৌসুমের ধান চাষ করতে ১৩/১৪ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে বাজারে ১২শ’ থেকে ১৩শ’ টাকা প্রতি মণ দামে ধান বিক্রি চলছে। শ্রমিকের মজুরি সার, হালচাষ সহ সবই অতিরিক্ত দামবৃদ্ধিতে ধান চাষে লাভ নেই। বিঘা প্রতি ১ হাজার থেকে দেড় হাজার টাকা লোকশান গুনতে হচ্ছে। দেউলিয়া গ্রামের মুকবুল হোসেন ও আব্দুল করিম সহ কয়েক কৃষক জানান, যুগ ধরে কৃষি কাজে জড়ি। তাই এ পেশা আগলে রেখেছি। বর্তমানে ধান চাষে লাভতো হয় না, লোকশান হচ্ছে। কিন্তু কি উপায় বিকল্প কোন পথ নেই, তাই লোকশানের বোঝা মাথায় নিয়েও ধান চাষে ছিলাম। এবারে কয়েক দফায় অতি বৃষ্টিতে আধাপাকা ও না ফুলা ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। একই ভাবে গত জ্যেষ্ঠ মাসের বোর ধান নিতে সমস্যায় লোকবল সংকট ও পচা আউড়ে লোকশান গুণতে হয়েছে। তার পর ভাদ্র-আশি^নের ধান নিতে বড় সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধান উৎপাদনের ফলন ভালো হতো। কিন্তু অতি বৃষ্টিতে বেশ কিছু এলাকার আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। আর বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না বলে তিনি মন্তব্য করেন।
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজ¦যাত্রী নিবন্ধন
স্টাফ রিপোর্টার: হজ¦যাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজ¦যাত্রী নিবন্ধন। গত মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ¦-১ শাখা হতে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে। এপত্রে বলা হয়েছে, ২০২৬ সনের হজে¦ গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজ¦যাত্রী/হজ¦ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজ¦যাত্রীর ভিসা হবে না। উল্লেখ্য, সৌদী সরকার ঘোষিত হজে¦র রোডম্যাপ অনুসারে আসছে ১২ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজ¦যাত্রী নিবন্ধন কার্যক্রম।