বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে ‘বিএডিসি’র নন-ইউরিয়া সার আমদানি, পরিবহণ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা গতকাল ২৫ আগস্ট সোমবার বিএডিসি’র সদর দপ্তরস্থ কৃষি ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদউল্লাহ মিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব, যুগ্মসচিবসহ বিএডিসি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বিএডিসি বলেন যে, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সম্পাদিত রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদানিপূর্বক দেশের কৃষকদের নিকট পৌছে দেয়ার কাজটি বিএডিসি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। সুষ্ঠু সার ব্যবস্থাপনা কার্যক্রমের ফলে দেশের কোথাও নন-ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি হতে দেখা যায়নি।
তিনি বলেন যে, অধিকতর নিরাপদ ও সুষমরূপে সার সংরক্ষণের জন্য অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত বিএডিসি’র গুদামসমূহ ফেরত নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে কতিপয় গুদাম ফেরত পাওয়া গিয়েছে। চেয়ারম্যান বিএডিসি আরো বলেন যে, বিএডিসি কৃষিতে আরো অবদান রাখতে পারে এবং সে লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ও জবাবদিহি মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।