কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ফৌজিয়া খান।
কিশোরগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা এলডিপি’র সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি বেসরকারি আটটি নার্সারি ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা বিক্রি করা হয়।
সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণ করা পাভেল নার্সারি, রিপন নার্সারি ও নিউ চাষী নার্সারির স্বত্বাধিকারীদের হাতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি।