কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কাজিপুর উপজেলায় গোখাদ্য হিসেবে নেপিয়ার ঘাস বাণিজ্যিক ভাবে চাষ করে কৃষকেরা ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। নেপিয়ার ঘাস একবার লাগানো হলে ৩/৪ বছর পর্যন্ত উৎপন্ন করা যায়। তথ্যসূত্রে এ ঘাস গরুর দুধ বৃদ্ধি করে মোটাতাজাকরণে সহায়তা করে। প্রতি কেজি কাঁচা ঘাসের শুষ্ক পদার্থ ২৫০ গ্রাম, জৈব পদার্থ ২৪০ গ্রাম, প্রোটিন ২৫ গ্রাম ও ২.৩ মেগাজুল বিপাকীয় শক্তি রয়েছে।
নেপিয়ার ঘাস বছরে যেকোনো সময়ে চাষ করা যায়। তবে উত্তম সময় হচ্ছে ফাল্গুন ও চৈত্র মাস। দেশে পশু খাদ্য হিসেবে সবুজ ঘাসের ঘাটতি রয়েছে। দুধের পূর্ব শর্ত হচ্ছে কাঁচা ঘাস । দুধ বৃদ্ধি ও মাংস বৃদ্ধিতে নেপিয়ার ঘাসের বিকল্প নেই। কাজিপুর উপজেলায় খামারিদের পাশাপাশি গ্রাম-গঞ্জে প্রায় বাড়িতেই ২/১টি গরু থাকে। গরুর প্রধান খাদ্য খড় হলেও হারভেস্টার মেশিনের দ্বারা ধান কর্তন করায় খড় সংরক্ষণ করা যায় না বলে কৃষকেরা জানান। ফলে খড়ের সংকট পূরণে গো খাদ্য হিসেবে কেউ ৫ কেউ ১০ কেউবা ৩০/৪০ শতক জমিতে নেপিয়ারে ঘাস চাষ করেছেন।
নেপিয়ার ঘাসের চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে কেউ কেউ দুই থেকে ৫ বিঘা জমিতে ঘাস চাষ করে বাজারজাত করণে অনেক লাভবান হচ্ছেন।