কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : চলতি খরিপ মৌসুমে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসের দেয়া তর্থে চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৯শ’ ১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কাজিপুরের গান্ধাইল কৃষক আলহাজ্ব কফিল উদ্দিন বেপারী জানান আমি চলতি মৌসুমে পাঁচ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি, ক্ষেতে ফসল বেশ ভালো দেখা যাচ্ছে আশা করি খুব ভালো ফলন হবে। একই গ্রামের কৃষক সোলায়মান হোসেন জানান আমিও তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, সরিষার আবাদে পরবর্তী ইরি বোরো মৌসুমের কোন ব্যাঘাত সৃষ্টি হয় না বরঞ্চ জমির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ইরিবোরেতে সার অনেক কম লাগে।
ইরি বোরো মৌসুমের যেহেতু ক্ষতি হয় না তার ওপর বাড়তি ফসল আমাদের একদিকে সারা বছরের তেলের ঘাটতি পূরণ করে অপরদিকে ভালো দাম পাওয়ায় আত্মসামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হয়। কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান প্রতিবছরই সরিষা আবাদ বাড়ছে এক সময় হয়তো অধিকাংশ ইরি বোরো মৌসুমের জমিগুলো সরিষা আবাদের আওতায় আসবে।