বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে ঢাকা মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার বারি ও ব্রি পরিদর্শনকালে এনডিসির ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বার এবং বিভিন্ন পদমর্যাদার সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ১৪১ জন প্রতিনিধি অংশ নেন।
বারি পরিদর্শনের শুরুতে প্রতিষ্ঠানটির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আখন্দ ও অন্যান্য পরিচালকবৃন্দ প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
এরপর বারির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গঠন, গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশিদ আহমদ। সভায় আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মোঃ আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মোঃ মতিয়ার রহমান।
পরবর্তীতে প্রতিনিধি দল বারির আধুনিক গবেষণাগার, প্রযুক্তিগত উদ্ভাবনী ইউনিট ও গবেষণা মাঠ ঘুরে দেখেন। তারা বারির উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন। শেষে এনডিসি প্রতিনিধি দল বারির চলমান গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
অপরদিকে, একই দিনে এনডিসি প্রতিনিধি দল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করে। এ উপলক্ষে ব্রির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি উচ্চফলনশীল ধানজাত উদ্ভাবন ও কৃষি উন্নয়নে ব্রির ভূমিকা এবং জাতীয় অর্থনীতিতে অবদানের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিনিধি দলকে অবহিত করেন।
পরিদর্শনকালে এনডিসি প্রতিনিধি দল ব্রির রাইস মিউজিয়াম, ফার্ম মেশিনারি শেড এবং জিন ব্যাংক ঘুরে দেখেন। রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হাসানের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে বাংলাদেশসহ ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালি, শ্রীলঙ্কা, সৌদি আরব, চীন, দক্ষিণ সুদান, তানজানিয়া, জর্ডান, ওমান, কাতার, কুয়েত, কেনিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান এবং জাম্বিয়া—এই ১৯টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্রির পরিচালক (গবেষণা) ড. মোঃ রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুনুজান খানম বক্তব্য রাখেন। পরে ব্রির পক্ষ থেকে প্রতিনিধি দলের প্রধানসহ সদস্যদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সফর দ্বিপাক্ষিক জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।