টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সাড়ে বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এ অভিযান। অভিযান চলাকালে আলী বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কত, পাউরুটি ও কেক প্রস্তুত করতে দেখা যায়। এ অপরাধে বেকারিটির মালিক মোঃ ওসমান গনিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া মেসার্স আলমগীর এন্ড ব্রাদার্স–এ মনিটরিংয়ের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি আলুর বীজ বিক্রি করলেও মূল্য তালিকা প্রদর্শন করছে না। এ কারণে দোকানের মালিক মোঃ আলমগীর হোসেনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি টিম।