রাঙ্গুনিয়া কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা: রাঙ্গুুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মধ্য পাড়া এলাকায় কৃষক মোহাম্মদ আজিজুল ইসলামের সবজি ক্ষেতে রাতের আঁধারে ‘ঘাস মারা বিষ’ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে তাঁর ৬৫ শতক জমির শসা, ঢেঁড়স, বরবটি, কাকরোল, ঝিঙ্গা সহ বিভিন্ন জাতের সবজি গাছ মরে যাচ্ছে। এতে কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আজিজুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে একই জমিতে ধান ও সবজি চাষ করছেন। এর আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, “গতকালও আমি সারাদিন ক্ষেতে কাজ করেছি। আজ সকালে ছেলে ক্ষেতে গিয়ে দেখে সব গাছ মরে যাচ্ছে। আমি কারও সঙ্গে কখনো ঝগড়া করিনি। এত বড় ক্ষতি যে করেছে আমি আল্লাহর কাছে বিচার দিলাম।
স্থানীয় কীটনাশক ব্যবসায়ী মানিক বলেন, আজিজুল ভাই নিয়মিত আমাদের দোকান থেকে কীটনাশক নেন। সকালে খবর পেয়ে গিয়ে দেখি ক্ষেতের সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে ঘাস মরা জাতীয় বিষ স্প্রে করা হয়েছে। যারা এই কাজ করেছে তাদের আমি নিন্দা জানাই।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ক্ষতি কমাতে বেশি করে পানি স্প্রে করতে হবে। আমরা কৃষকের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি।