গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

কৃষি উন্নয়ন অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় এ বীজ, সার ও চারা বিতরণ করা হয়।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখের সভপতিত্বে এ উপলক্ষে মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ওই বীজ, সার ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

অনুষ্ঠানে অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, বরিশাল (উত্তর) জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোসাম্মৎ শারমীন আক্তার।

শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দগন উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের সবজির বীজ, রাসায়নিক সার ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।