পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, কৃষিকে এগিয়ে নিতে হলে যান্ত্রিকীকরণে গুরুত্ব দিতে হবে। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
দিনব্যাপী সফরে তিনি ‘‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পসহ ব্রির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে ‘দেশীয় উপযোগী ব্রি কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ ও বাজারজাতকরণথ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান বলেন, “খাদ্য নিরাপত্তায় ব্রির অবদান অনস্বীকার্য। উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ধানের উৎপাদন বহুগুণে বেড়েছে। এখন সময় এসেছে কৃষিকে পুরোপুরি যান্ত্রিকীকরণের মাধ্যমে এগিয়ে নেওয়ার।
কর্মশালায় সভাপতির বক্তব্যে ব্রির মহাপরিচালক, ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, “দেশের খাদ্যনিরাপত্তা রক্ষায় ব্রি নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে নিরলসভাবে কাজ করছে এবং কৃষি যান্ত্রিকীকরণেও অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ফসল উইংয়ের যুগ্ম প্রধান ফেরদৌসী আখতার, ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন) ড. মুন্নুজান খানম, এসএফএমআরএ প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কৃষিযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।