দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৫টি ইউনিয়নে ২০২৪/ ২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ, ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চার ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস,এম, আসিফ মাহমুদ, মোহাম্মদ খোরশেদ আলম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মোঃ মনিরুজ্জামান উপ সহকারী কৃষি কর্মকর্তা ও এসএম জাহাঙ্গীর আলম সুমন, উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।