কৃষি
মেহেরপুরে রসুনের বাম্পার ফলন
মেহেরপুরে রসুনের বাম্পার ফলন হয়েছে। দাম কম থাকায় কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে বলে জানান কৃষকরা। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি উত্তর পাড়া রসুন চাষি সাহাবুল ইসলাম বলেন এক বিঘা জমিতে প্রায় ৫০ থেকে ৬০ মন রসুন হচ্ছে।
Printed Edition

মেহেরপুরে রসুনের বাম্পার ফলন হয়েছে। দাম কম থাকায় কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে বলে জানান কৃষকরা। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি উত্তর পাড়া রসুন চাষি সাহাবুল ইসলাম বলেন এক বিঘা জমিতে প্রায় ৫০ থেকে ৬০ মন রসুন হচ্ছে। পাকড়ী ব্যবসায়িকরা ৪০ থেকে ৫০ টাকা কেজি বেশি দাম দিতে চাচ্ছে না এতে করে কৃষকদের ব্যাপক হারে লস হচ্ছে। রসুনের বীজ কিনতে হয়েছে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে এখন বেচতে হচ্ছে রসুন ৪০ থেকে ৫০ টাকা। লেবারের দাম বেশি, কীটনাশক বিশ, ও সারের দাম বেশি। কমপক্ষে ১০০ থেকে ১২০ টাকা কেজি রসুন বিক্রয় করতে পারলে কৃষকের কিছুটা হলেও পুষিয়ে যাবে। মেহেরপুর সদর উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন বছরে ওয়েদারটা ভালো এবং অন্যান্য বছরে ছাড়া এই বছরে কৃষকরা রসুন এ চাষ করেছে সবচাইতে বেশি এতে করে আমদানি বেশি হওয়ার কারণে রসুনের দাম কিছুটা কম তবে রসুন যদি পাকিয়ে তোলে তাহলে রসুনের দাম কৃষকরা পাবে বলে তিনি জানান। মেহেরপুর কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত রসুনের চাষ করার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছেন এতে করে কৃষকরা সময় মতন সার এবং বিশ প্রয়োগ করতে পারছে এইজন্য আল্লাহ তাআলার রহমতে এই বছরে সবচাইতে ফলন ভালো হয়েছে রসুনের। মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন এই বছরে আমঝুপিতে ইউনিয়নে প্রায় ৫০ থেকে ৬০ হেক্টর জমিতে রসুন চাষ করেছে কৃষকরা। কৃষি অফিস থেকে নিয়মিত মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের প্রয়োজন মত কৃষি অফিস থেকে সরকারিভাবে ও ভর্তুকীর মাধ্যমে কৃষকদের সহযোগিতা করে থাকে বলে জানান। মেহেরপুর সদর উপজেলা পুরাতন মদনা ডাঙ্গার রসুন চাষি চাঁদ আলির সাংবাদিকদের বলেন মেহেরপুরে এই বছরে ব্যাপক রসুনের চাষ করেছে কৃষকরা। সরকারের প্রতি কৃষকদের দাবি বাইরের দেশ থেকে যেন রসুন আমদানি না করে। তাহলে কৃষকরা কিছুটা হলেও লাভের মুখ দেখবেন।