পলাশবাড়ী, গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলায় ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’-এর আওতায় ৩ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৫’শ টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে কৃষি আধুনিকায়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে এর কার্যকারিতা পাওয়া যায়নি।
উপজেলা কৃষি বিভাগের প্রাপ্ত তথ্যানুযায়ী, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ‘স্মার্ট কৃষি পদ্ধতি’ চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় ৪৮টি আধুনিক কৃষিযন্ত্র যেমন ৬টি রিপার বাইন্ডার, ৫টি রিপার, ৭টি মেইজ শেলার, ৯টি পাওয়ার থ্রেসার ও ২১টি কম্বাইন হারভেস্টার কৃষকদের মাঝে বিতরণের দাবি করা হয়েছে। প্রত্যেকটি যন্ত্রের জন্য ৫০% সরকারি ভর্তুকি এবং বাকিটা কৃষকেরা নিজ খরচে পরিশোধ করেছেন বলেও দাবি বিভাগটির।
এ প্রকল্প বাস্তবায়নে ৯টি সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল এবং ডিসেম্বর ২০২৩ থেকে মে ২০২৪ পর্যন্ত সময়কালে ৪৮ জন কৃষকের মাঝে যন্ত্র বিতরণ হয়েছে বলে নথিপত্রে উল্লেখ আছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, এই প্রকল্প বাস্তবায়নে ৭ জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে সুবিধা ভোগি কৃষকের তালিকা প্রণয়ন, চুক্তি সম্পাদন, যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, ভর্তুকির অর্থ বরাদ্দ ও অনুমোদন এবং কৃষকের হাতে যন্ত্রপাতি হস্তান্তরসহ সব কাজ তদারকি করেছে মোঃ ইদ্রিস আলী, হাফিজুর রহমান, আরিফিন জামান, সাবিনা ইয়াসমীন, মোঃ ফারুক হোসেন, সাদেকুল ইসলাম ও সৈয়দ সুমন।
তবে বলমঝার ও ঘাগোয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে সাবাইনা ইয়াসমিন ও সাদেকুল ইসলাম জানান, তাদের ইউনিয়নে কোনো কৃষক যন্ত্র পাননি, এমনকি প্রকল্প বিষয়ে তাদের কিছু জানাও নেই।অপরদিকে এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি জড়িত উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান ফোন রিসিপ না করায় তার মতামত জানা সম্ভব হয়নি।