বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: জেলার বিরামপুর উপজেলায় মুকুন্দপুর ইউনিয়নের বেড়া খাই গ্রামের মাঠে দুষ্কৃতকারীরা বিষাক্ত কীটনাশক স্প্রে করে প্রায় ৭ একর ইরি বোরো অর্ধপাকা ধান বিনষ্ট করে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে বেড়াখাই গ্রামে প্রায় ৭ একর ইরি বোরো ধান দুষ্কৃতরকারীরা বিষাক্ত কীটনাশক স্প্রে করে। এ সময়ে লোকজন এগিয়ে গেলে দুষ্কৃতকারীরা ২০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতিগ্রস্তদের হত্যার হুমকি প্রদর্শন করে। বিষাক্ত কীটনাশক স্প্রে করার পর ধানের শীষ এবং গাছ হলুদ বর্ণ ধারণ করে। ধারণা করা যায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ধান বিনষ্ট হয়েছে। এই ঘটনায় মনজুরুল হক বাদী হয়ে ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে বিরামপুর থানায় মামলা করেন। বাদী মনজুরুল হক জানান ইতোপূর্বে তিনবার আমার জমির ধান নষ্ট করেছে। এ বিষয়ে ১ নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আর কয়েকদিন পর জমির ধান কেটে ঘরে তুলতে পারতেন কিন্তু দুষ্কৃতকারীরা অমানবিক ও অন্যায় কাজ করেছে।