কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় কৃষি ও কৃষকের উন্নয়নসহ নানান বিষয়াদি নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পার্টনার প্রোগ্রাম খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাস্টার মাওলানা কামরুজ্জামান।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খাঁন, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক অনিক কুমার ঘোষ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জিয়াউল হক জিয়া ও কৃষক কবিরুল ইসলাম প্রমখ।