কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে চলতি রবি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে কম্বাইন্ড হারভেষ্টরের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নন্দলালপুর ইউপির বুজরুখ বাঁখই এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ধান কর্তনের উদ্বোধন করা হয়।