মাগুরা থেকে মো ওয়ালিয়র রহমান -মাগুরা জেলায় ৬১ হাজার ৯৬৫ হেক্টর জমি থেকে ২ লাখ ২৯ হাজার ২৩৪ মেট্রিক টন ধান উৎপাদন হবে। আমন ফসল কাটা পুরোদমে চলছে। জেলার চারটি উপজেলায় মোট ৬১,৯৫৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছিল, যার থেকে উৎপাদন হবে ২, লাখ ২৯হাজার, ২৩৪ মেট্রিক টন আমন ধান। কুষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৬১,৯৫৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩, ৪৮০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১১,৫৩৫ হেক্টর, শালিখা উপজেলায় ১৪, ৫৯০ হেক্টর, মহাম্মদপুর উপজেলায় ১২, ৩৫০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। ৬১, ৯৫৫ হেক্টর জমি থেকে ২,২৯,২৩৪ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বলে তিনি জানান।জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন চাষিরা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়ায, প্রতি বছর মাগুরায় আমন চাষ বৃদ্ধি পাচ্ছে। ধান উৎপাদন ভালোর আশায় জেলায় ৯,৭৫০ জন কৃষককে বিনামূল্যে আমন বীজ এবং সার প্রদান করা হয়েছিল।মাগুরা সদর উপজেলার টিলা গ্রামের কৃষক সওকত হোসেন জানান, তিনি প্রতি বিঘা জমি থেকে ৩০ মণ আমন ধান সংগ্রহ করেছেন। সে চলতি মৌসুমে ৬ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিল। কৃষকরা জানান, ধানের উৎপাদন ভাল হলেও ধান কাটা শ্রমিকের সংকট তাদের বিড়ম্বনা ফেলছে।একই উপজেলার কেচুউয়াডুবি গ্রামের কৃষক সেলিম হোসেন বলেন, “সে চলতি বছরে ৯ বিঘা জমিতে আমন চাষ করেন। সে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য আশা করেন। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, চলতি মৌসুমে জেলায় মোট ৬১,৯৫৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। জেলার ৯,৭৫০ জন কৃষককে বিনামূল্যে আমন বীজ এবং সার প্রদান করা হয়েছে। জেলায় ইতিমধ্যেই ৬৫ শতাংশ আমন ফসল কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাওয়ায় আমন চাষে আগ্রহী।
কৃষি
মাগুরায় ২ লাখ ২৯ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা
মাগুরা জেলায় ৬১ হাজার ৯৬৫ হেক্টর জমি থেকে ২ লাখ ২৯ হাজার ২৩৪ মেট্রিক টন ধান উৎপাদন হবে।
Printed Edition