মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা
কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলার কৃষি অফিস থেকে তিল ও মুগ ডালের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সামনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১০৫০ জন কৃষককে ১ কেজি তিলের বীজ, ১০০ জন কৃষককে ৫ কেজি মুগের ডালের বীজ, প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার মো. তোজাম্মেল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মোট ১১,৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যের তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। বিনামূল্য বীজ ও সার বিতরণ করায় উপজেলার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।