ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে মা ও শিশু উৎসব ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের কনসালটেশন জোনে হাসপাতালের সুপারিনটেনডেন্ট এ এস এম মামুন শাহীনের সভাপতিত্বে মা ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক মা ও শিশুর উপস্থিতিতে এ উৎসবটি প্রানবন্ত ও আনন্দময় অনুষ্ঠানে পরিণত হয়। গাইনী ও শিশু বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
উৎসবে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আঞ্জুমান আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফররুখ আহম্মেদ, গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. নুরজাহান আক্তার, ডা. আইভি নাসরিন, ডা. আসমা বিনতে খায়ের ও প্রশাসনিক ইনচার্জ মু. মুকাররম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং ইনচার্জ ইমরান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশবের কচিমনে যে ছাপ পড়বে তারই স্ফুরণ ঘটবে যৌবনে ও পরিণত বয়সে। তাই নৈতিক শক্তিতে উজ্জীবিত আদর্শ শিশু গঠনে বাবা মাকে মডেল হতে হবে। হৃদয়ের শান্তি ও চক্ষু শীতলকারি সন্তান শুধু দোয়া ও আকাঙ্খার মাধ্যমে তৈরি হবে না এজন্য শত ব্যস্ততার মাঝেও সন্তানদের কোয়ালিটি টাইম দিতে হবে। উক্ত অনুষ্ঠানে কয়েকজন মা তাদের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন । শেষে সৌভাগ্যবান মায়েদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল মা ও শিশুদের উপহার ও খাবার প্যাকেট দেওয়া হয়।