এম, এ জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি শাহজাদপুরে শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহজাদপুর পৌরসভার বাড়াবিল কবি নজরুল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা নিজাম উদ্দিন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট সুজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের ইউনিট অফিসার রইচ উদ্দিন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সজিব শেখ প্রমুখ। পরে প্রকল্পের ক্ষুদ্র গ্রাহকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রায় ১৮০০ গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা অধ্যাপক মিজানুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি সদকায়ে জারিয়ার কাজ। এর মাধ্যমে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারীরা গাছ লাগানো এবং পরিবেশের প্রতি যতœবান হতে শিখবে। এছাড়া এই কর্মসূচি উপজেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।