সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে দর্শনার্থীদের থেকে টিকিটের মূল্য আদায়ে নভোথিয়েটারের সাথে চুক্তি করেছে সোনালী ব্যাংক পিএলসি।
গত ৭ ডিসেম্বর রবিবার নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নভোথিয়েটারের মহাপরিচালক জনাব মোঃ শাওগাতুল আলম, পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শফিউল আজমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।