বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের পরিচালক মো. আমিনুল ইসলাম নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ২০২২ সালে তিনি পরিচালক পদে পদোন্নতি পান। তিনি বাংলাদেশ ব্যাংক সিলেটের বিভিন্ন শাখা বিভাগ ও ময়মনসিংহ অফিসে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তাঁর বিভিন্ন সংগঠন ও সংস্থার সাথে সম্পৃক্ততা রয়েছে।

মো. আমিনুল ইসলাম ১৯৬৭ সালের ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. আব্দুল হাসিম ও মাতার নাম মোছা. হাজেরা খাতুন।

তিনি ১৯৮২ সালে দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন, বাহুবল হতে এসএসসি, ১৯৮৪ সালে মদন মোহন কলেজ, সিলেট হতে এইচএসসি পরীক্ষা পাশ করেন এবং ১৯৮৭ সালে এমসি কলেজ, সিলেট হতে বিএসএস(সম্মান) ও ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এমএসএস(অর্থনীতি) ডিগ্রি লাভ করেন। পরে পেশাগত ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।