আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) টেকসই ভিত্তিতে এগিয়ে নিতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এর সার্বিক সহযোগিতায় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে এসআইসিআইপি প্রকল্প কর্মসূচীটি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হচ্ছে।

গত সোমাবর এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা প্রধান অতিথি হিসেবে ঢাকা অঞ্চলের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান।

প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, “বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রদ্ধির জন্য দক্ষ, উদ্ভাবনী ও নৈতিক উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তিনি অংশগ্রহণকারীদের বহুমুখী ব্যবসা শনাক্তকরণ, নতুন ব্যবসায়িক ধারণা সৃষ্টি, নৈতিক ব্যবসা প্রচেষ্টা, সুশাসন এবং আধুনিক উদ্যোক্তা দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন। ” তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তা উন্নয়ন শুধু ব্যক্তিগত নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।

সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “ব্যবসায়িক সফলতা আসে পরিকল্পনা, উদ্ভাবন, আর্থিক শৃঙ্খলা এবং সততার সমন্বয়ে। তিনি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের এসআইসিআইপি-এর মাসব্যাপী এই প্রশিক্ষণ মনোযোগ দিয়ে গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি, এসব উদ্যোক্তার পাশে থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দীকী, সেন্টার ইনচাজ ও কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে ঢাকা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, ব্যবসার আইনি কাঠামো, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, বাজারে টিকে থাকার কৌশল, স্টার্টআপ উন্নয়ন এবং বাস্তবমুখী উদ্যোক্তা দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রেসবিজ্ঞপ্তি।