দারিদ্র্য নিরসন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে আশা ৪১,৪৩৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে এবং প্রায় ৭০ লাখ সদস্যের মাঝে এই ঋণ বিতরণ করা হবে। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত আশার ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত হয়। সভায় একই অর্থবছরে উদ্বৃত্ত আয় থেকে সংস্থার সিএসআর খাতে ১৭৫.৩৩ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত হয়। যার মধ্যে রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ফিজিওথেরাপি, শিক্ষাবৃত্তি, দুর্যোগপীড়িত মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন। ৪৬তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আশা সাধারণ পরিষদ ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম আমিনুর রশিদ। আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী সভায় সদ্য-সমাপ্ত অর্থবছরের ওপর একটি সার্বিক অগ্রগতি প্রতিবেদন পেশ করেন। সভা সঞ্চালনা করেন আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (একাউন্টস, ফিন্যান্স এন্ড এমআইএস) মোঃ তৌফিকুল ইসলাম চৌধুরী। এছাড়াও, ৪৬তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের সদস্য যথাক্রমে, প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম, মিসেস রাবেয়া আক্তার, মোঃ বেলাল হোসেন (এফসিএ) ও মিসেস রোকিয়া বেগম পুনঃনির্বাচিত হন। সাধারণ পরিষদ সদস্যদের মধ্য থেকে মিসেস খাদিজা ইয়াসমিন (এফসিএ), ডাঃ লিজওয়ানা নুসরাত লিয়া, মোঃ ফখরুল ইসলাম, জনাব মিফতা নাঈম হুদাকে আশা পরিচালনা পর্ষদে নতুন সদস্য হিসেবে নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য আশা পরিচালনা পর্ষদ পুনঃগঠন করা হয়। আশা পরিচালনা পর্ষদের ১৫১তম সভায় প্রফেসর ড. মুহাম্মদ নুরুল ইসলাম নবগঠিত পর্ষদের সভাপতি নির্বাচত হন। প্রেসবিজ্ঞপ্তি।