আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সম্পূর্ণ কেন্দ্রীভূত ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কৌশলগত রূপান্তর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ব্যাংকটি সফলভাবে ৫০তম শাখায় হিসাব খোলার সেবা কেন্দ্রীয়করণ কার্যক্রমের আওতায় এনেছে। যা ব্যাংকের ডিজিটাল ও অপারেশনাল উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত মঙ্গলবার এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক, দক্ষ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। হিসাব খোলার সেবা কেন্দ্রীভূত করার মাধ্যমে গ্রাহকসেবায় গতি, স্বচ্ছতা ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। এ উদ্যোগ ব্যাংকের অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও ব্যাংক ডিজিটাল ও কেন্দ্রীভূত সেবার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস প্রধান তৌহিদুজ্জামান ফুয়াদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইসিটি প্রধান শোয়েব আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।