আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারিকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক প্রতিবেদন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যাতে দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা যায়। কারণ, এটি আমানতকারী, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে গুণগতমানসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এসময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নতুন শ্রেণীকরণ রিপোর্টিং সিস্টেম যথাযথভাবে শিখে তা কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫৫ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি