অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সোনালী ব্যাংক পিএলসি সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে ব্যাংকের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘সেবাগ্রহীতা/অংশীজনদের অবহিতকরণ সভা’ প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ। জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ ও সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া ব্যাংকের সকল জেনারেল ম্যানেজার’স অফিস ও সকল প্রিন্সিপাল অফিস প্রধান, সকল শাখা ম্যানেজার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সভায় অংশ নেন। প্রেসবিজ্ঞপ্তি।