দেশব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি’তে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর রোববার সকালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) সুপ্রভা সাঈদের সভাপতিত্বে এসময় মহাব্যবস্থাপকগণ, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, ব্যাংকের গ্রাহক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক মো. সাঈদ কুতুব দেশের অর্থনীতিকে গতিশীল করতে ব্যাংকের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের জন্য জমা ছাড়া একাউন্ট ওপেন ও ঋণ প্রদান, তরুণদের ঋণ ও বিদেশগামীদের জন্য সহজে ঋণসহ বিভিন্ন সেবার কথা তুলে ধরেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত এ গ্রাহক সেবা পক্ষ চলবে। প্রেস বিজ্ঞপ্তি।