গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা ও গ্রাহক সেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সর্বপ্রথম শরী’আহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি) বাজারে নিয়ে এসেছে দুইটি নতুন ডিপোজিট সেবা পণ্য। পূর্ণাঙ্গ ইসলামী শরী’আহ পদ্ধতিতে পরিচালিত ডিপোজিট স্কীম দুটির নাম হলো ‘মুদারাবা দেড়গুণ ডিপোজিট স্কীম’ এবং ‘মুদারাবা ডক্টরস’ ডিপোজিট স্কীম।
গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন আমানত পণ্য দুটির মোড়ক উন্মোচন করা হয়। নতুন আমানত পণ্য দুটির মোড়ক উন্মোচন করেন আইএফআইপিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার। এ সময় পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম হায়দার বলেন, আইএফআইপিএলসি একটি গ্রাহকবান্ধব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে এবং গ্রাহকদের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের সেবা পণ্যের পরিকল্পনা করে থাকি। তারই অংশ হিসেবে ‘মুদারাবা দেড়গুণ ডিপোজিট স্কীম’ এবং ‘মুদারাবা ডক্টরস’ ডিপোজিট স্কীম নামে নতুন দুটি আমানত পণ্য চালু হয়েছে। সময় উপযোগী এবং বিশেষায়িত এই আমানত পণ্য দুটি গ্রাহকবৃন্দের মধ্যে সাড়া ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন বাজারের প্রচলিত ডিপোজিট সেবা পণ্যগুলোর থেকে কিছুটা বেশি মুনাফা দেয়া হয়েছে এই দুটি আমানত পণ্যে।
তিনি আরো বলেন আইএফআইপিএলসি একটি শরী’আহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানের যেকোন হিসাব পরিচালনা ও মুনাফা নির্ধারণের ক্ষেত্রে শতভাগ শরী’আহ নীতিমালা অনুসরণ করা হয়ে থাকে। এখন থেকে গ্রাহকগণ আইএফআইপিএলসি-এর যেকোন শাখা থেকে নতুন এই সেবা দুটির হিসাব খুলতে পারবেন। তিনি সবাইকে এই হিসাব খোলার জন্য অনুরোধ জানান।
মুদারাবা দেড়গুণ ডিপোজিট স্কীম : গচ্ছিত আমানতের মুনাফা উপভোগ করতে এখন আর ৮/১০ বছর অপেক্ষা করতে হবে না আমানতকারীদের। মুদারাবা দ্বিগুণ ও তিনগুণ স্কীমের পাশাপাশি আইএফআইপিএলসি-এর ডিপোজিট সেবা পণ্যের তালিকায় যুক্ত হয়েছে মুদারাবা দেড়গুণ ডিপোজিট স্কীম যেখানে একজন গ্রাহক মাত্র ৩ বছর ৩ মাস ৩ দিনে তার স্থায়ী আমানতের লাভ হাতে পাওয়ার সুযোগ পাবে।
মুদারাবা ডক্টরস ডিপোজিট স্কীম : মানব সেবায় অসামান্য অবদানের জন্য চিকিৎসকদের জন্য সাজনো হয়েছে এই সেবা পণ্যটি যেটির মুনাফার হার অন্যান্য স্কীমের তূলনায় বেশি। একজন গ্রাহক তার হিসাবে ন্যূনতম ৫০০ টাকা অথবা ইচ্ছামতো যেকোন সময় যেকোন পরিমাণ অর্থ (৫০০ টাকার গুণিতক) জমা করতে পারবেন। হিসাবটির মেয়াদ ধরা হয়েছে ১২, ২৪ ও ৩৬ মাস পর্যন্ত। দুটি সেবা পণ্যের ক্ষেত্রেই রয়েছে বিকাশ ও নগদের মাধ্যমে খুব সহজে অর্থ জমা দেয়ার সুবিধা। গ্রাহকদের সুবিধার জন্য যোগাযোগ: মোবাইল: ০১৭৬৬৬৬৫৭৮৭, ই-মেইল:www.ifilbd.com প্রেস বিজ্ঞপ্তি।